শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
মোঃইমু
বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুসহ আবিদ (৫) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার রাতে বুড়িগঙ্গা নদীর তৈলঘাট এলাকার মাঝ নদীতে মানিক-৩ নামে একটি লঞ্চের সাথে খেয়া নৌকাটির ধাক্কা লাগলে তৎখানাৎ ডুবে যায়। নৌকায় থাকা পরিবারটির গতকাল শুক্রবার ও আজ শনিবারে রোজিনা বেগম (৪২) ও তার স্বামী মতিউর রহমান মতির (৫৫) এবং তার ভাবি মমতাজ বেগম (৫০) নামে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় রোজিনার ছেলে আবিদ (৫) নিখোঁজ রয়েছেন।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতদের মরদেহ তাদের আত্বীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।