বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
বুড়িগঙ্গা তীরভূমি রক্ষায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান।
নিজস্ব প্রতিনিধিঃ
বুড়িগঙ্গা নদীর তীরভূমি রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ ।
কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার(০৮ সেপ্টেম্বর) সকালে । বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব জামিল অভিযানে নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন । ঢাকা জেলা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র নবগঠিত রিভার গার্ড এ অভিযানে সহযোগিতা করেন। উচ্ছেদ অভিযান চলাকালে দেয়াল ভেঙে এক শ্রমিক গুরুত্বর আহত হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিন একতলা ভবনসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় নদীর তীর দখল করে ইট, বালি ও পাথরের ব্যবসা করায় দুই জনকে আটক ও মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ৮ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এর আগে গতকাল সোমবার রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি দ্বিতল ভবনসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
গত দেড় বছরে প্রায় ১৬৪ দশমিক ২৫ একর জমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ ।