পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য ২১ আগস্ট (মঙ্গলবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারীরা চলাচল করতে পারবেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম সোমবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২১ আগস্ট (মঙ্গলবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ আগস্ট (রোববার) থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম চলবে।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঈদের ছুটির মধ্যেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারীরা চলাচল করতে পারবেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com