শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারীদের নাম ও ছবিসহ।
নিজস্ব প্রতিবাদক।
আওয়ামী লীগের পল্লবী থানা আইসিটি বিশেষ সম্পাদক। এর সামনের মেইন রোড এলাকায় ৫ আগস্ট ছাত্রদের উপর হামলাকারীদের একাংশ। এদের চিনে রাখুন। তারা এখনো প্রকাশ্যেই দিবালোকে ঘুরে বেড়াচ্ছে
অনেকেই খোলস ।
এই লোকের নাম জিএম পারভেজ হোসেন
পিতা :রেজাউল করিম
মাতা:জাহানারা করিম
আওয়ামী লীগ নেতা
বতমান মিরপুর এভিনিউ -৫
পল্লব পল্লবী থানায় এলাকায়
বসো বাস কারী
তাহার :বড় আওয়ামী লীগের
এম,পি
আশরাফুল নেসা পারুল
লক্ষ্মীপুর -৪
আসন এম,পি
তাহার সহযোগী
জি এম পারভেজ হোসেন
আওয়ামী লীগের পল্লবী থানা আইসিটি বিশেষ সম্পাদক।
আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে। করে ছাত্রদের উপর। হামলাকারী এর। এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।