নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে কোনো গ্রাহকের ব্যাংকে বছরে এক লাখ টাকা বা তার নিচে থাকলে আবগারি শুল্ক দিতে হবে না। তবে এক লাখ টাকার বেশি অর্থাৎ এক লাখ এক টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত থাকলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে। বর্তমানে এই আবগারি শুল্ক ৫০০ টাকা দিতে হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে এই আবগারি শুল্ক বাড়ানোর কারণে ব্যাংকের সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ধারণা করছেন ব্যাংক হিসাবে বছরে এক লাখ টাকার ওপরে রাখলে বছর শেষে মুনাফা তো দূরের কথা আসল টাকাও ফেরত পাবেন না।
এ ধারণাটি আসলেই কি সঠিক? একটা উদাহরণ দিয়ে বিষয়টি মিলিয়ে নেয়া যাক। একজন গ্রাহক তার ব্যাংক হিসাবে এক বছর ধরে ১০ লাখ টাকা জমা করে রাখলেন। এখন আমানতের সুদ হার ৫ শতাংশ (বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে ব্যাংকগুলোর আমানতের গড় সুদ হার ৫ দশমিক ১ শতাংশ) ধরা হলেও বছর শেষে তিনি জমা করা টাকার ওপর মুনাফা পাবেন ৫০ হাজার টাকা। টিআইএন নম্বর না থাকলে এ মুনাফার ওপর থেকে কর কাটা হবে ১৫ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৫০০ টাকা (টিআইএন নম্বর থাকলে কাটা হবে ১০ শতাংশ বা ৫ হাজার টাকা)। সেই সঙ্গে ব্যাংকের সার্ভিস চার্জ হিসাবে কাটা হবে আরও ৫০০ টাকা।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com