সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
ভিআইপি ডিউটিতে থাকা পুলিশ সদস্যকে প্রাইভেটকারের ধাক্কায় আহত হাসপাতাল ভর্তি।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের নিরাপত্তার জন্য ভিআইপি ডিউটিতে থাকা ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিকের এএসআই বাচ্চু মিয়া (এবি,৪৩১) প্রাইভেট কারে ধাক্কায় গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তার বাম হাত ও পায়ে গুরুতর আঘাত এবং মাথায় আঘাত লাগার কারণে একাধিক সেলাই লেগেছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকাল সাতটায় বুড়িগঙ্গার পোস্তগোলা সেতুর (ডিএমপি অংশে) উপর এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী প্রাইভেটকারটি ভিভিআইপি মুভমেন্টের সময় রাস্তায় চলাচল করায় সিগনাল দিয়ে থামানোর চেষ্টা করলে প্রাইভেটকারটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সেতুর মধ্যে সে কয়েক হাত দূরে সিটকে পরে। দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ কুমার মালো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো খ ১২-৬৮৮৯) জব্দ করা হয়েছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা আহত বাচ্চুর হাসপাতালে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।