একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে গ্রহণের আগে ওয়াজ মাহফিলের অনুমতি না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
অবশ্য ইতোমধ্যে যেসব ওয়াজ-মাহফিলের তারিখ নির্ধারণ করা আছে, সেগুলো করা যাবে। তবে এসব অনুষ্ঠানে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। উল্লিখিত নির্দেশনা পালন করতে রিটার্নিং কর্মকর্তাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলেছে ইসি।
২০ নভেম্বর, মঙ্গলবার এ সংক্রান্ত চিঠিতে সই করেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। চিঠিটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com