শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
মধ্যপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে নিঃস্বার্থ সামাজিক সংগঠনের র্্যালী ও পথসভ।
মোঃ ফয়সাল হাওলাদার স্টাফ রিপোর্টার।
মুন্সীগন্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার অাব্দুর রহমান একাডেমী খেলার মাঠে মুজির শতবর্ষ উপলক্ষে নিঃস্বার্থ সামাজিক সংগঠনের উদ্দেগে মাদক,বাল্যবিবাহ ইভটিজিং এর প্রতিরোধে র্্যালীও পথ সভার অায়োজন করা হয় উক্ত পথসভায়,
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম মৃধা অারো উপস্থিত ছিলেন হাজী আঃ করিম শেখ, কোষাধ্যক্ষ সিরাজদিখান উপজেলা অাওয়ামীলীগ ও চেয়ারম্যান মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ শ্রীবেন্দ্র চক্রবর্তী প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রহমান একাডেমি।
আরো উপস্থিত ছিলেন শ্রাবণ মাহমুদ সভাপতি নিঃস্বার্থ সামাজিক সংগঠন,
মোঃ ফয়সাল মৃধা সাধারণ সম্পাদক নিঃস্বার্থ সামাজিক সংগঠন,এবং সংগঠনের সকাল সদস্য বৃন্দ, আরো উপস্থিত ছিলেন এলাকার সুশিল সমাজের সকল ও মাস্টার আব্দুর রহমান একাডেমীর শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। আয়োজনে নিঃস্বার্থ সামাজিক সংগঠন। মধ্যপাড়া সিরাজদিখান মুন্সিগঞ্জ।।