বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
মির্জাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
মোঃ ইমরান হোসেন ইমু।নিজস্ব প্রতিবেদক,
টাঙ্গাইলের মির্জাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে টাঙ্গাইল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসব কর্মসূচীর আয়োজন করেন। পুরো এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। ৪ আগষ্ট শুক্রবার প্রথমে মির্জাপুর প্রেসক্লাবে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগন স্থানীয় কয়েক শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ডায়াবেটিকস,রক্তের গ্রুপ,প্রেসার,ওজন, নাক, কান,গলা, দাত,চোখ,কিডনী ও লিভারসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরন করেন। পরে এ সংগঠনের পক্ষ থেকে বংশাই নদীতে এক জমকালো আয়োজনের মাধ্যমে এক আকর্ষনীয় নৌ-ভ্রমনের আয়োজন করা হয়।
প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এবং টাঙ্গাইল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা.মো.শাহিনূর রহমান খানর শাওনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠ শিল্পী তামান্না হক,সুপার হিরো ডি.এ তায়েব,জনপ্রিয় চিত্রাভিনেত্রী হুমায়রা হিমু, চিত্র পরিচালক মাহবুবা শাহরীন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সামসুল ইসলাম শহিদ, সহ-সভাপতি আশ্রাফ আহম্মেদ,সাধারন সম্পাদক শিপন আহমেদ,মির্জপুর থানা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ,সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরিন হোসেন সীমান্ত,দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জহির,জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমন মাহমুদ প্রমূখ ।
প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এবং টাঙ্গাইল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা.মো.শাহিনূর রহমান খান শাওন জানান,এই সংস্থার মাধ্যমে তিনি দীর্ঘ দিন ধরে টাঙ্গাইল, মির্জাপুর, ঢাকা ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা,অসহায়দের সাহায্য প্রদানসহ বিভিন্ন উন্নয়নমুলক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।