শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

মি. বাংলাদেশ বডি বিল্ডার২০২২ এর প্রথম স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

 

 

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন মি. বাংলাদেশ ২০২২ এর প্রথম স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন আয়োজিত মি. বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতায় প্রায় ৩০জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন। কেরানীগঞ্জের কৃতী সন্তান মোহাম্মদ তানভীর ইসলাম। তিনি কেরানীগঞ্জ মডেল থানার বন্ডক ডাকপাড়া এলাকার বাসিন্দা।মোহাম্মদ তাজুল ইসলাম এর পুত্র।

মাত্র ২১ বছর বয়সেই এই সাফল্যের অধিকারী হলেন তানভির ইসলাম। ভবিষ্যতে তার সাফল্য কামনা করে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (NOC) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে গ্লোবাল কোম্পানির চেয়ারম্যান নাফিসুর রহমান, প্রথম পুরস্কারের শিরোপা ও নগদ অর্থ, তানভীর ও তার মা সীমা বেগমের হাতে তুলে দেন।

তানভীর ইসলামের বড় ভাই এমিলী জানায়, ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি অন্যরকম আকর্ষণ ছিল তানভীরের, তবে অন্যান্য খেলাধুলার চেয়ে বডি বিল্ডিংয়ের প্রতি টান ছিল একটু বেশি। নিজেকে স্মার্ট ও ফিট রাখতে সব সময় পছন্দ করতেন তিনি। শখের বসে বডি বিল্ডিংয়ে নাম লেখালেও ২০১৮ সালে জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে নিজেকে তৈরি করতে শুরু করে তানভীর।

পরে ২০২০ সালে মিস্টার বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে ১০ নাম্বার স্থান অর্জন করেন। পরবর্তীতে তানভীর ২০২১সালে মিস্টার বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host