শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকা হতে ৫২৩ লিটার চোলাই মদসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ২০২২ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন বড়ই হাজী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫,২৩,০০০ (পাঁচ লক্ষ তেইশ হাজার) টাকা মূল্যের ৫২৩ (পাঁচশত তেইশ) লিটার চোলাই মদসহ আপন দুই ভাইকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সুরেন গমেজ (৫২) ও ২। নরেন গমেজ (৪৪) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সিরাজদীখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।