মুন্সীগঞ্জ বিভিন্ন অভিযোগে ২৪জন আসামী গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সুইমিং পুলেও হানা দেয় পুলিশ সেখান থেকে নিরব ও ইমরানকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে সুইমিং পুলে দেখা যায়, বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যকলাপ সংঘটিত হচ্ছে। প্রবাসী স্ত্রীদের সাথে অন্য ছেলেদের নিয়ে গোপনে বসে আড্ডা দিতে এসে পুলিশ পাকড়াও করে কয়েক জোড়া পায়রা পায়রি। পরবর্তীতে তাদেরকে তাদের শশুরবাড়ী ও বাবা মাকে ডেকে এনে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়া হয়।
সুইমিং পুল এখন অপরাধ আর মাদক ও যৌন লালসা মিটানোর জায়গায় পরিণত হয়েছে। সুইমিং পুলটি যাতে অপরাধের জন্য কেউ ব্যবহার না করে সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান করেছেন পুলিশ প্রশাসন।
গ্রেফতারকৃতরা হলো করিম (৩০) পিতা জয়নাল আবেদীন, ইসমাইল মোল্লা (২৮) পিতা জামাল মোল্লা, শাকিল হোসেন (২৫) পিতা হাসমত উল্লাহ, আবু সুফিয়ান (২০) পিতা দেলোয়ার, সজল চাঁন (২২) পিতা সাহাবুদ্দিন, আশরাফ মাদবর (৩০) পিতা রমজান মাদবর, মামুন (২৫) পিতা আ: রব শেখ, মিজানুর রহমান ঢালী (২৮) পিতা মতিন ঢালী, তোফাজ্জল হোসেন (২৮) পিতা আবু কালাম, মহসিন নবু চোরা (৪০) পিতা মোজাহার উদ্দিন, ফারুক সরকার (৩৫), আবু কালাম, আকিক সিকদার (৩২) পিতা শাহজাহান শেখ, রুবেল মোল্লা (২৬) পিতা সোনা মিয়া বেপারী, নিরব (১৯) মহিউদ্দিন বাবুর্চি, ইমরান হোসেন আকাশ (২০) পিতা সহিদুল ইসলাম, রাকি (২০) পিতা আহাদ মিয়া, নুর নবী (১৯) পিতা বদিউজ্জামান, রহিম @ রনি (১৯) পিতা শিবু বেপারী, মাসুদ (২০) পিতা চান মিয়া। এছাড়াও আরো ৩জনের নাম পাওয়া যায়নি।
সদর থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন জানান, মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকা হইতে গ্রেফতারি পরোয়ানা, সাজা পরোয়ানা, ইয়াবা ও চোলাইমদ সহ সর্বমোট ২৪ জন আসামী অদ্য ইং ০৫.০৭.২০১৮তারিখ গ্রেফতার করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com