রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার সমসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ৩০১ পিস ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
২। অদ্য ২৮ মার্চ ২০২২ সোমবার আনুমানিক ০৭.১০ ঘটিকা হতে ০৮.১০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার সমসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স¤্রাট ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,০৩,০০০/- (নয় লক্ষ তিন হাজার) টাকা মূল্যের ৩০১ (তিনশত এক) পিস ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি ১। মোঃ শরিফুল ইসলাম শফি (৩৪), পিতা-ফজলুল হক, মাতা-পেয়ারা বেগম, সাং-চর মালগাঁও, থানা- ডামুড্যা, জেলা-শরীয়তপুর, এ/পি সাং-আগানগর (ইস্পাহানী) হিমেল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ রানা মোল্লা (৩০), পিতা- মোঃ আলী আকবর মোল্লা, মাতা-মোসাঃ ছালমা বেগম, সাং- মোর্শেদগাঁও, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, এ/পি সাং-আগানগর (ইস্পাহানী) ০২নং গলি, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। বলে জানা যায়।
৩। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন সমসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য পাচার এবং ক্রয়-বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প,মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন সমসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স¤্রাট ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইলে র্যাবের উপস্থিতি টের পাইয়ায় দুইজন লোক বস্তাসহ দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের ডান হাতে থাকা সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার মধ্যে সর্বমোট (১৫১+১৫০)=৩০১ (তিনশত এক) বোতল (প্লাষ্টিক) ফেন্সিডিল জব্দ তালিকা মূলে জব্দ করে।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তাহারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
৫। গ্রেফতারকৃতদ্বয়ের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদক দ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করা হইতেছে।