শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

মোসাদ্দেককে যদি খেলাতেই হয়, আট নম্বরে কেন?

দল ভালো করলে অনেক দূর্বলতা, ঘাটতি আর ফাঁক-ফোকর ধরা পড়ে না। হারলে বা খারাপ খেললেই বেড় হয় নানা ছিদ্র ও শূন্যতা। এটাই রীতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ আর গেম প্ল্যানিং প্রশ্নবিদ্ধ। সবার একটাই কথা, ফল কি হতো না হতো সেটা বড় কথা নয়। আসল সত্য হলো বাংলাদেশ একজন স্পেশালিষ্ট বোলার কম নিয়ে খেলেছে।

জাতীয় দলের সাবেক প্রশিক্ষক সারোয়ার ইমরান সেই প্রসঙ্গের সঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আজ জাগো নিউজের সঙ্গে আলাপে এ অভিজ্ঞ কোচ বলেন, ‘আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের একাদশে আটজন ব্যাটসম্যান। একজন স্পেশালিষ্ট বোলার কম। আমি ভেবে পাই না, চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে একজন স্পেশালিষ্ট বোলার কম নিয়ে মাঠে নামা কেন? এতগুলো ব্যাটসম্যান নিয়ে খেলতে গিয়ে একজন স্পেশালিষ্ট বোলার কমে গেছে। পার্টটাইম বোলার দিয়ে ১০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে চাওয়াও বিস্ময়কর ঠেকেছে। সবচেয়ে বড় কথা আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের মত ব্যাটসম্যানকে আট নম্বরে খেলাচ্ছি। আমার মনে হয় এতে ছেলেটার মেধা ও প্রতিভাকে খাটো করা হচ্ছে। এত নিচে নামার কারণে সে নিজেকে মেলে ধরতে পারছে না। অত অল্প সময়ে সেট হয়ে তেড়েফুড়ে ব্যাট ছুড়তে হয়। মোসাদ্দেক সৈকত বয়সে তরুণ। এটা তার জন্য বাড়তি প্রেশার হয়ে যাচ্ছে। মোদ্দা কথা, আমরা তাকে কাজে লাগাতে পারছি না। আমার প্রশ্ন হলো, মোসাদ্দেককে যদি খেলাতেই হয়, তাহলে আট নম্বরে কেন? হয় তাকে আরও ওপেরে খেলানো, না হয় তাকে বাদ দিয়ে একজন স্পেশালিষ্ট বোলার খেলানো হলে বরং দলের শক্তির ভারসাম্য আসতো।’

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host