রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
স্ব-স্ব ক্ষেত্রে প্রশংসনীয় যৌথ অবদানের জন্য বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র (ডরপ) শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ‘জায়াপতি সম্মাননা’ প্রদান করেছে। দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত দুইজন মায়ের হাতে ‘জায়াপতি সম্মাননা’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জায়াপতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন। জায়াপতি সম্মাননা বিজয়ীরা হচ্ছেন, ‘বটমলাইনিং স্বপ্ন মা একের ভেতর সতের’ এ টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের মারিয়া বেগম ও রফিক খাঁ এবং মুজিবনগরের আনন্দবাস গ্রামের মোছা. সালমা খাতুন ও আতিয়ার রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে ‘ডরপ ম্যান অব দ্যা ইয়ার-২০১৮, সড়ক ও জীবন’ সম্মাননা দেওয়া হয়।
ডরপ চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডরপ প্রতিষ্ঠাতা এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান, ডরপ-এর নির্বাহী পরিষদ সদস্য অলক কুমার মজুমদার, কবি রোকেয়া ইসলাম, সাধারণ পরিষদ সদস্য শাহদাত হোসেন বাচ্চু, বাগেরহাটের রাজিয়া বেগম, অর্থ ও প্রশাসন পরিচালক মো. হায়দার আলী খান, গবেষণা পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান প্রমুখ।
ইলিয়াস কাঞ্চন বলেন, ডরপ ‘মাতৃত্বকালীন ভাতা’ ও ‘স্বপ্ন প্যাকেজ’ প্রবর্তন করেছে, যা সরকার বাস্তবায়ন করছে। টেকসই উন্নয়ন বিস্তার লাভে ডরপ একটি পথিকৃত সংগঠন হিসেবে কাজ করছে।
উল্লেখ্য, নিজ নিজ অবস্থানে থেকে পরিবার, সমাজ ও দেশকে যৌথভাবে এগিয়ে নেওয়ার অবদানের স্বীকৃতি দিতে ২০১৬ সাল থেকে ডরপ ‘জায়াপতি সম্মাননা’ ও ‘ম্যান অব দ্য ইয়ার’ সম্মাননা দিয়ে আসছে। এর আগে ডরপ- এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।