শামীম আহম্মেদ ঃ
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শোক-শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতার ৪৯তম দিবস। দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২৬ মার্চ মঙ্গলবার সকালে স্থানীয় মনুবেপারীর ঢালে নির্মিত শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ্য অর্পন করেন। এরপর দিনের কর্মসুচী অনুযায়ী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লিগের¦াআহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। উপজেলা পরিষদ মাঠে দিনভর চলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উপজেলার জাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী নানা কর্মসূচী। এতে জাজিরা উচ্চ বিদ্যালয়,জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জাজিরা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা ও শিশুতোষ জাজিরা কিন্ডার গার্টেনের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকগন অংশনেয়। সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রদর্শণ করা হয় স্বাধীনতা দিবসের বিভিন্ন প্রমান্য চিত্র। পরে আলোচনাসভা,কবিতাবৃত্তি,নাচ-গান ও একাধিক নাটিকা প্রদর্শণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, জিনজিরা পী.এম. পাইলট স্কুল এন্ড কলেজ ,আয়মনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, জিনজিরা পী.এম. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,নতুন বাক্তারচর উচ্চ বিদ্যালয়,আমবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়,আগানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ,ইমামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিটি ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলেধরে নানা আয়োজনের মধ্যএ দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করে । #
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com