বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ এর শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো۔ রাসেদ উদ্দিন একটি বিশাল মিছিল নিয়ে সম্মেলন স্থলে পৌছায়।
অ্যাডভোকেট রাশেদ উদ্দিন বলেন রাজণীতির নামে বিএনপি-জামাত জোট সারাদেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করছে। বিদ্যুতের আলো থাকা সত্ত্বেও তারা মশাল মিছিল ও মোমবাতি জ্বালিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। মিছিলের নামে তারা সিএনজি অগ্নি সংযোগ ও অটোরিকশা পুড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে কষ্ট দিচ্ছে। তারা সস্তা রাজনীতি করে মানুষের জনপ্রিয়তা পাবার চেষ্টা করছে। তাই সবাই বিএনপি জামাত ও শিবির যেন দেশের জনগণের কোন ক্ষতি না করতে পারে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে, অ্যাডভোকেট রাশেদ উদ্দিন।