যাত্রাবাড়ী এলাকা হতে নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেটসহ ২ জনকে আটক করেন র্যাব-১০।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ এমিলী
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেটসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
অদ্য ২১ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ৩ ঘটিকা হইতে ০১:১০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিক্রয় করার অপরাধে ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সাদ্দাম হোসেন মুন্না (২৮) ও ২। মোঃ আব্দুল কাইয়ুম (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি ওয়াকি-টকি সেট ও ০৪টি ওয়াকি-টকি সেটের চার্জার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিক্রয় নিষিদ্ধ কালো রঙের ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিক্রয় চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অসৎ উদ্দেশ্যে এই বিক্রয় নিষিদ্ধ ওয়াকি-টকি ওয়্যারলেস সেট বিভিন্ন অপরাধ চক্রের সদস্যদের নিকট বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com