শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
যান্ত্রিক নগরী ছেড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে ইট-পাথরের নগরী ঢাকা এখন ফাঁকা। ঈদকে সামনে রেখে গত কয়েক দিনে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ক্রমেই যান্ত্রিক নগরী ঢাকা ফাঁকা হয়ে পড়ছে। প্রধান প্রধান সড়কগুলোতে এখন আর সেই যানজট নেই। নেই যানবাহনের ক্ষতিকর ধোঁয়া ও ধুলাবালি।
সোমবার (২০ আগস্ট) সকালে সরেজমিনে রাজধানীর গুলশান, বনানী, মহাখালী, বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ানবাজার, ধানমন্ডি, কলাবাগানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা। স্বল্পসংখ্যক যানবাহন দ্রুতবেগে ছুটে চলেছে আপন গন্তব্যে। অন্য সময় ভিআইপি সড়কগুলোতে রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও ঈদে ঢাকা শহরে মানুষ ও যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন ভিআইপি সড়কে অবাধে রিকশা চলতে দেখা গেছে।
এদিকে রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোড এলাকার গুরত্বপূর্ণ রাস্তার উপর রীতিমতো সামিয়ানা দিয়ে প্যান্ডেল টানিয়ে আশপাশের ফ্ল্যাটের লোকজনের গরু ও ছাগল রাখতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গুরত্বপূর্ণ সড়ক হলেও এ সময়টাতে যানবাহনের যাতায়াত খুবই কম। ঢাকা শহরের ফ্ল্যাটে গরু রাখার জায়গা নেই বলে নিরুপায় হয়ে রাস্তায় রেখেছেন। সিটি করপোরেশন নির্ধারিত হাট ছাড়া এসব এলাকার রাস্তাঘাটে ছাগলের অস্থায়ী হাট বসতে দেখা যায়।