সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
রংপুরে পুত্র সাংবাদিক হত্যার বিচারের আশায় দিনগুনছেন বৃদ্ধ পিতামাতা…
রংপুরে ২০১৬ সালে দূর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক মশিউর রহমান উৎসর বাড়িতে বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরসহ নেতৃবৃন্দ।
সাংবাদিক উৎস বিএমএসএফ রংপুর জেলা শাখার সদস্য সচিব ছিলেন।
নিহত উৎসর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের নিকট সাংবাদিক উৎস হত্যার দ্রুত বিচারের দাবি করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে উৎসর বৃদ্ধ বাবা-মায়ের হাতে ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।
মামলায় ১৯ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশীট প্রদান করলেও বেশিরভাগ আসামিরাই অধরা।
পুত্র হত্যার বিচারের আশায় দিন গুনছেন উৎসর বৃদ্ধ পিতা মাতা।
পরে তার রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করা হয়। (১০ নভেম্বর ২০১৯)