শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
রবিনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ৫ আগস্টের নেতাকর্মীদের পাশে আওয়ামী লীগ নেতা।
ঢাকা, মিরপুর (বিশেষ প্রতিনিধি):
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় আওয়ামী লীগের স্থানীয় পাতিনেতা মো: রবিনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নজির গড়েছেন তিনি।
৫ আগস্ট অনুষ্ঠিতব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে সামনে রেখে, মো: রবিন নেতাকর্মীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মো: রবিন বলেন, “বৈষম্য হ্রাস ও ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। আমি এবং আমার দল সবসময়ই ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে। নেতাকর্মীদের পাশে আছি এবং থাকব।”
নেতাকর্মীরা তার এই সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, মো: রবিনের মতো নেতৃত্ব থাকলে বৈষম্য বিরোধী আন্দোলন আরও জোরদার হবে।