রাজধানীর কামরাঙ্গীরচর থেকে দুই ছিনতাইকারী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
রাজধানীর কামরাঙ্গীরচরে র্যাব-১০ এর অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত ছুড়িসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় গতকাল রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন কোম্পানীঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো মোঃ আরিফ (২৫) ও মোঃ রানা প্রঃ আক্কাস (২৪), এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি চাকু, ০১টি মোবাইল ফোন ও নগদ- ৫২০/- (পাঁচশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com