শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
ঈদের আর মাত্র ২ দিন বাকী,এরই মধ্যে ঢাকা ছেড়েছে অনেক মানুষ। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের সরকারী ছুটি তাই রাজধানীর সদরঘাটে ঘরমুখি মানুষের ভীড়।
বরিশাল পটুয়াখালী মাদারীপুর চাদপুর সহ দক্ষিন বঙ্গের মানুষ সকাল হওয়ার আগেই ঘাটে এসে লঞ্চে অবস্থান করছিলো।
নারির টানে বাড়ি ফেরা এসব মানুষের কষ্ট হলেও প্রিয় জনের সাথে ঈদ করতে তাদের কোন কষ্ট মনে হয়নি বলে জানান,আবার অনেকে ছিট না পেয়ে লঞ্চের ঘাটে অপেক্ষায় দাড়িয়ে থাকতে দেখা গেছে।
বি আই ডব্লিউ টি এ যুগ্ন পরিচালক আরিফ উদ্দিন বলেন, আমাদের যথেষ্ট পরিমান লঞ্চ আছে প্রয়োজনে আরো অতিরিক্ত লঞ্চের ব্যাবস্থা করা হবে।
এদিকে ফায়ার সার্ভিস জানায়,তারা সর্বদা সতর্ক অবস্থায় আছি।যে কোন ধরনের দূর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তত।