রাজধানীর হতে ০২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মোঃ ইমরান হোসেন ইমু সংবাদদাতা
গতকাল ৩০ অক্টোবর ২০২২ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ওয়াইজঘাট ব্যাকল্যান্ড রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ট্রাক, লরি, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহনের চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০২ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রিপন (৩৬) ও ২। মোঃ নজরুল ইসলাম (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা- ১,৫৩০/- (এক হাজার পাঁচশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com