শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
র্যাব-১০ এর অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে ৪০ কেজি সোডিয়াম হাইড্রোসালফাইটসহ ০১ জন গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
গতকাল নভেম্বর ২০২২ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮০,০০০/- (আশি হাজার) টাকা মূল্যের ৪০ (চল্লিশ) কেজি অনুমোদন বিহীন সোডিয়াম হাইড্রোসালফাইট পাউডারসহ ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রায়হান (২১) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সোডিয়াম হাইড্রোসালফাইট পাউডার পচনশীল পন্য ও খাদ্যসামগ্রীতে ফরমালিন হিসেবে ব্যবহার করিলে দীর্ঘদিন যাবৎ পচনশীল পন্য ও খাদ্যদ্রব্য সতেজ রেখে ক্রেতাদের আকৃষ্ট করা যায়। একারনে গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের নিকট অবৈধভাবে সোডিয়াম হাইড্রোসালফাইট পাউডার বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।