সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
র্যাবের পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও ডেমরা এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ ০৫ মাদক ব্যবসায়ী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত ০৫ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক ৯:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ০৬ (ছয়) কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক কারী ব্যক্তির নাম মোঃ শাহীন (২৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ১১ :৩০ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টাস্থ আমলিয়া রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯৯,০০০/-(নিরানব্বই হাজার) টাকা মূল্যের ১৯৮ (একশত আটানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আরাফাত জমিদার (২২), ২। জাকির হোসেন (২০), ৩। মোঃ আরিফ হোসেন (১৯) ও ৪। মোঃ হাবিব (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৩৮৫/- (তিনশত পঁচাশি) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ ও ডেমরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।