র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ ও ভাটারা এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ১৭ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক রাত ৯ :৩৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দাক্ষিন কেরানীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ রুবেল ফরাজি (৩৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া গত ১৬/১০/২১খ্রিঃ তারিখ আনুমানিক ৭.৩৫ ঘটিকায় উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার ভাটারা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫০১ (পাঁচশত এক) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলমগীর হোসাইন (৩৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও ভাটারাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com