র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকা থেকে ৭ জন ছিনতাইকারী আটক।
গত ০৩/০৭/২০২২ তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখী ও রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ তপন মাতব্বর (২৬), ২। গোলাম রাব্বী (২২), ৩। মোঃ ইমন (২০), ৪। রুবেল ফকির (২৫) ও ৫। মোঃ শফিকুল (২৫) বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি সুইচ গিয়ার চাকু, ০২টি ছুরি, ০১টি চাকু, ০৩টি মোবাইল ফোন ও নগদ-৭৬০ টাকা জব্দ করা হয়।
গত ০৩/০৭/২০২২ তা র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বøক-বি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আকাশ (২১) ও ২। শ্রী গোপাল চন্দ্র নন্দী (৩৫) বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি সুইচ গিয়ার চাকু, ০১টি ছুরি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জ ও শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com