লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করেছে র্যাব। রবিবার (১৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে সদরের জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
র্যাব জানায়, অভিযানকালে মাদক সেবন করা অবস্থায় নিজ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান মোশারফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ পিছ ইয়াবা ও সেবন সামগ্রী উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এসময় র্যাব -১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, ‘দেড় বছর ধরে মোশারফ ইয়াবা সেবন করে বলে স্বীকার করেন। পরে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com