রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময়।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার, শাহাবুদ্দিন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান (বি পি এম) বার।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুল্লাহ হিল ক্বাফী।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ,
কেরানীগঞ্জ মডেল থানা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সরকার। এ সময় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মন, তারা নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নালসহ প্রমুখ।
কেরানীগঞ্জ মডেল থানা শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ৮২টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন।