বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শাহমাহমুদপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী ব্যাপারী গণসংযোগে
নির্বাচনে আমাকে বিজয়ী করতে আপনাদের সার্বিক সহযোগীতা চাই।
মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপার গণসংযোগ করেছেন, মঙ্গলবার বিকেল ৫টায় ইউনিয়নের মহামায়াসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করে তিনি বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন,
এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে, সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে, বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি, দলের প্রয়োজনে আমি সব সময় নিবেদিত ভাবে কাজ করেছি।
গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রার্থী ছিলাম, নেত্রী আমাকে মনোনয়য়ন দেয়নি, আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিদ্বতা করে নির্বাচিত হয়েছি, আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েও নৌকার প্রচারনায় ব্যস্ত ছিলাম, আমি দলীয় প্রতীককে ভালোবাসি, এবছর যদি দলীয় প্রতীক না থাকে তাহলে ও আমি নির্বাচনের মাঠে থাকবো, আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি, আশা রাখি নেত্রী আমাকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। এ জন্য আমি চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি। আমি চেয়ারম্যান পদে প্রার্থী হবো ইনশাআল্লাহ।
গণসংযোগে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সহ-সভাপতি শাহিদুল ইসলাম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক হানিফ মিজি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুষার হাজী, হাবিবুর রহমান হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফারুক মিজি, যুগ্ম আহ্বায়ক সোহেল হাজী, সুজুন হাজী, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান মানিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগযুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।