রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। বিএনপি নেতা হাজী আক্তার হোসেন দক্ষিণ বিএনপির সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা পুলিশের সাথে ইসলাম পুরের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের তৈরি হতে হবে আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে — অধ্যাপক ড. এম. ওমর রহমান

মোঃ ইমরান হোসেন ইমু

শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া শিখে দেশের সুনাগরিক হ্ওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এম. ওমর রহমান। তিনি বলেন, দেশীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশের তরুণ শিক্ষার্থীদের তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। বৃহষ্পতিবাার বিকেলে দেশের অন্যতম সেরা ইংরেজী মাধ্যম স্কুল ‘একাডেমিয়া’ আয়োজিত ’ও’ লেভেল এবং ’এ’ লেভেল’এর মেধাবী শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এসময় অধ্যাপক ওমর রহমান আরো বলেন, এখন গেøাবাল ভিলেজ এর যুগ। আমরা সবাই গেøাবাল ভিলেজের সিটিজেন। তাই শুধু দেশের গন্ডি নিয়ে চিন্তা করলে হবে না। ভালো ফলাফল করে উন্নত বিশ্বের সাথ্ওে প্রতিযোগিতা করতে হবে। বিশ্বব্যাপী বাংলাদেশের মেধাবীদের ছড়িয়ে যেতে হবে বলেও মনে করেন ওমর রহমান। এজন্য ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো মনোযোগী হওয়ার আহবান জানান। ২০১৮ সালে বিশ্বব্যাপী এডেক্সেল কারিকুলামে অনুষ্ঠিত হওয়া ’ও’ লেভেল এবং ’এ’ লেভেল পরীক্ষার ভালো ফলাফলের জন্য এ বছর বাংলাদেশের একাডেমিয়া স্কুলের মোট ২৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এর মধ্যে ’ও’ লেভেল থেকে ২১১ জন এবং ’এ’ লেভেল থেকে ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে বক্তারা বলেন, যেহেতু দেশের ইংরেজী মাধ্যমের শিক্ষার্থী সংখ্যা দিন দিন বাড়ছে এবং বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এখন দেশের শিক্ষার্থীরা ভালো ফলাফলও করছে, তাই সরকারের উচিত এদেরকে আরো উৎসাহিত করা। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপ উপাচার্য অধ্যাপক মিলান প্যাগন, এডেক্সেল এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব সাইদুর রহমান ও এডেক্সেল এর এই অঞ্চলের উন্নয়নশীল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিয়া স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক। সংবর্ধনা অনুষ্ঠানটি সার্বিক তত্ত¡াবধায়ন করেন একাডেমিয়ার চেয়ারপারসন মিসেস সারওয়াত জেব ও ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন। একাডেমিয়ার ’ও’ লেভেল এবং ’এ’ লেভেল এর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটির স্পন্সর করেছে দেশের নামকরা বেসরকারী বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host