বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শেরপুরে হিজড়া সম্প্রদায়কে ৩ মাসের বাসা ভাড়া দিয়ে দিলেন জেলা প্রশাসক
, শেরপুর: করোনাকালীন সময়ে অর্থহীন হয়ে পড়া শেরপুরের তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়কে ৩ মাসের বাসাভাড়ার টাকা দিয়ে এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
৫ জুলাই রবিবার দুপুরে জেলা শহরের ৬ নং ওয়ার্ড বাসস্ট্যান্ড এলাকার বাসার মালিক মোহাম্মদ আবুল কালাম আজাদের হাতে ওই বাসা বাড়ার নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসকের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মো: মিজানুর রহমান।
এদিকে গত মার্চ মাস ২০২০ থেকে জুন মাস ২০২০ পর্যন্ত চার মাসের বাসা ভাড়া বকেয়া থাকায় মালিক পক্ষের সংকট ও বাসা ছেড়ে দেওয়ার চাপে হিজড়া সম্প্রদায়ের সদস্যরা করোনা মহামারীতে কোথায় আশ্রয় নেবেন অনেকটাই চিন্হিত হয়ে পরেন তারা এমন সময় শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানতে পেয়ে তার নিজস্ব তহবিল থেকে বাসা ভাড়ার টাকা পরিশোধ করে দেবার আশ্বস্ত করেন হিজড়া সম্প্রদায়কে। জেলা প্রশাসকের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হিজড়া সম্প্রদায়ের সদস্য নিশি বলেন, এ করোনা মহামারীতে স্হবির হয়ে পড়া সমগ্র দেশ কর্ম অনেকটাই কম থাকায় জীবনের সাথে যুদ্ধ করে চলতে হচ্ছে আমাদের এমন সময়ে তিন বেলা খাওয়াটাই আমাদের জন্য অনেক জুলুম বাসা ভাড়া দেওয়ার মতো কোন প্রকার অর্থ আমাদের কাছে নেই আমাদের এমন কষ্টের কথা শুনে জেলা প্রশাসক মানবিক হয়ে বাসা ভাড়ার টাকা পরিশোধ করে দিয়েছেন। তার এমন সহায়তা আমাদের মনে থাকবে। করোনাকালীন সময়ে ত্রান সহায়তা শীলকালীন সময়ে কম্বল সহ নানা ধরনের সহায়তা আমরা জেলা প্রশাসকের কাছ থেকে পেয়েছি তার প্রতি আমরা হিজড়া সম্প্রদায় চিরকৃতজ্ঞ।
এদিকে বাসার মালিক আবুল কালাম আজাদ সেচ্ছায় তার ভাড়া বাবদ পাওনা টাকা থেকে এক মাসের ৭ হাজার ৫ শত টাকা মওকুফ করেন এবং বাড়া প্রতি ৭ হাজার ৫শত টাকা করে তিনমাসের ২২ হাজার ৫শত টাকা জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি মো: মিজানুর রহমানের কাছ থেকে বুঝে পান।
এসময় উপস্থিত ছিলেন নবারুন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক আছাদুজ্জামান মুরাদ, শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ, হিজড়া জনগোষ্ঠী কল্যান সমিতির সভাপতি নিশি প্রমুখ।