সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
শ্রীনগরে শোক দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৯৭৫ সালে একদল ঘৃণ্য কুচক্রি মহলের ষড়যন্ত্রে স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ।এছাড়া শোক দিবস উপলক্ষ্যে গরিব ও দুস্থ মানুষের জন্য ভোজের আয়োজন ও পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, ভাগ্যকুল ইউনিযন পরিষদের সচিব মোঃ হামিদুল ইসলাম, ইউপি সদস্য রতন সাহা, শফিকুল ইসলাম বাবু, আঃ সামাদ, মোশারফ বেপারী, পারভেজ করীর,আঃ হাই, মহিলা ইউপি সদস্য লাখি আক্তার প্রমূখ।এছাড়াও শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জিবনকর্মের উপর আলোচনা সভা করে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ।