শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অপহরণ হওয়া মাদ্রাসাছাত্র উদ্ধার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অপহরণ হওয়া আরাফাত হোসেন শাকিব(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত আয়েশা বেগম নামের এক মহিলাকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে নৌ-পুলিশের (ঢাকা জেলা) পুলিশ সুপার ফরিদুল ইসলাম সদরঘাট নৌ পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান।
তিনি জানান,গত রোববার অপহৃত শাকিব বরিশাল থেকে গাজীপুরের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে এডভেঞ্চার-৯ লঞ্চের মাধ্যমে সদরঘাট আসলে সে নিখোঁজ হয়। পরবর্তীতে অজ্ঞাত মুঠোফোন নাম্বার থেকে শাকিবের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সদরঘাট নৌ থানায় বিষয়টি জানানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ কাইয়ুম সরদারের নেতৃত্বে একটি টিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে আয়েশা আক্তার কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণ চক্রের মূল হোতা মহব্বতের পিছু নেয় পুলিশ। পুলিশ পিছু নিয়েছে এমনটা বুঝতে পেরে এক পর্যায়ে মহব্বত অপহৃত সাকিবকে গাজীপুরের গাজিপুরা বাস স্ট্যান্ড নামক এলাকায় রেখে পালিয়ে যায়। এরপর পুলিশ সেখান থেকে অপ্রকৃতস্থ অবস্থায় আজ সকালে সাকিবকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে এটি একটি অপহরণকারীচক্র। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।