বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সরকারি ইস্পাহানি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি রওশন আরা সম্পাদক রুহুল আমিন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া নির্বাচন চলে দুপুর একটা পর্যন্ত। এতে শিক্ষকদের সরাসরি ভোটে প্রতিপক্ষ প্রার্থীকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রুহুল আমিন। বাকি তিনটি পদে মাঝে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাসিমা আক্তার ও ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক, মোহাম্মদ কুদ্দুস।
তাছাড়া পদাধিকার বলে পরিষদের সভাপতি নির্বাচিত হন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রওশনারা বেগম।