শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

সর্বাধুনিক সেবার মডেল হবে দ.কেরাণীগঞ্জ থানা। নসরুল হামিদ বিপু

                                            -

শামীম আহম্মেদ ঃ
বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশের সর্বাধুনিক সেবার মডেল হবে দ.কেরাণীগঞ্জ থানা। আমাদের দেশটাকে আমরাই সুন্দর করে সাজাতে চাই এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের সকলেই কিছুনা কিছু করার দায়িত্ব রয়েছে। সে দায়িত্ববোধ থেকেই আমরা দেশের জন্য নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। আজ ১৯ এপ্রিল শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাকে একটি অত্যাধুনিক স্পীডবোট হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন থানা পুলিশের সেবার মান আরো আধুনিকায়ন ও যুগোপযোগি করে তোলার লক্ষে ইতিপূর্বে ৭টি পুলিশভ্যান দেয়া হয়েছে। খুব শিঘ্রই এখানে আরো তিনটি গাড়ি ও একটি স্পীডবোট দেয়া হবে। থানা পুলিশের নানা সমস্যা দুরীকরনের লক্ষে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাকে ১০তলা ভবন করার প্রতিশ্রæতি দেন। একই সাথে কেরাণীগঞ্জ মডেল থানা ভবনকে ভেঙ্গে নতুন কওে ১০তলা ভবন করার কথাও বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এলাকার বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উন্নয়ণ পরিকল্পনার কথা তুলেধরে তিনি বলেন,দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম উপশহর কেরাণীগঞ্জ। যার ওপরদিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে ফিরবে। কাজেই কেরাণীগঞ্জকে আরো আধুনিকায়নে আমাদের নানা মুখী পরিকল্পনা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এবং কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা,দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো.শাহ জামান, ট্রাফিক ইন্সপেক্টও নুরুল ইসলাম মল্লিক প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host