শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে কদমতলী আল্লাহ দান নামে একটি রিক্সার গ্যারেজে থামছে না জুয়া, বাড়ছে পারিবারিক অশান্তি। মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার।

সাংবাদিক অধিকার পরিষদের আত্মপ্রকাশ

সাংবাদিক অধিকার পরিষদের আত্মপ্রকাশ।

নিজস্ব প্রতিবেদক : মোঃ ইমরান হোসেন ইমু

সাংবা‌দিক‌দের অধিকার আদা‌য়ের ল‌ক্ষ্যে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক অধিকার পরিষদ’ আত্মপ্রকাশ করেছে।
রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে একটি রেস্তোরায় যাত্রা শুরু করে সংগঠনটি।
এতে মোঃ মঞ্জুরুল আলম আঙ্গুরকে সভাপতি ও মোঃ বাকী বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, রেহানা পারভিন, সিনিয়র সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান মোস্তাক , সহ-সভাপতি, মুয়াজ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক, মোঃ মঞ্জুরুল হক, যুগ্ম সম্পাদক, মাহবুব পাটোয়ারি, কোষাধক্ষ, আলী তালুকদার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, ফেরদাউস রহমান রূপক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান,নাজু মির্জা সমাজকল্যাণ সম্পাদিকা। এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছে আদম মালেক, ইউসুফ দিপু,জসিম উদ্দিন ও ফারজানা শারমিন।
গণমাধ্যমে কর্মরতদের ন্যায্য অধিকার আদায় ও প্রতিষ্ঠায় সকলকে নিয়ে কাজ করার অভিপ্রায় প্রকাশ করে অনুষ্ঠানে সভাপতি মঞ্জুরুল আলম আঙ্গুর বলেন, গণমাধ্যমকর্মীদের যেকোনো বিপদে পাশে দাঁড়াবে আমাদের এ সংগঠন। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে। সাংবাদিকদের চিকিৎসা সহায়তেও এই সংগঠনটি মুখ্য ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত উদ্দেশ্য সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ বলেন, সাংবাদিকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। তাদের কোন নিরাপত্তা নেই। দীর্ঘ‌দিন ধ‌রে অনেক সাংবা‌দিকরা তা‌দের নিজ অধিকার থে‌কে বঞ্চিত হচ্ছেন। এসব অধিকার আদায়ের লক্ষ্যে ‘সাংবাদিক অধিকার পরিষদ’ আত্মপ্রকাশ করেছে। এখন থেকে কোনো সাংবাদিক কোনো ধরনের বিপদে পড়লে ‘সাংবাদিক অধিকার পরিষদ’ তাদের পাশে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host