সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন,
মোঃ ফয়সাল হাওলাদার স্টাফ রিপোর্টার।
সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে এবং বরিশালের সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ নোমানির নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো'র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বসকোর সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মিথ্যা মামলায় গ্রেফতার, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর নিঃশর্ত মুক্তিসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের জন্য পুলিশ প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আলম রফিক,সাংবাদিক হাওলাদার ফয়সাল ,সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক জিয়াউদ্দিন জুলু, সাংবাদিক মাসুদ রানা বিপ্লব, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com