সাংবাদিক লাবুকে প্রাণনাশের হুমকি ও
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের স্থায়ী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হয়রানি-নির্যাতন ও প্রাণনাশের হুমকি বন্ধ না হলে শুধুমাত্র মানববন্ধনেই সীমাবদ্ধ থাকবো না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হবে।
তারা বলেন, নুরুজ্জামান লাবুর কিছু হলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে মাঠে নামবে বলেও জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু। বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহজাহান স্বপন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সাংগঠনিক সম্পাদক আলী তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজ কল্যাণ সম্পাদক নুর হোসেন পিপুল, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, আরমান হোসেন বাদল, কাজী শফিউল ইসলাম (আল আমিন), সাংবাদিক ফায়সাল হাওলাদার, সাংবাদিক ইমরান হোসেন ইমু, সাব্বির জুবায়ের, আকবর হোসেন প্রমুখ।
কেরানীগঞ্জে সাংবাদিক ইমরান হোসেন ইমু ও ফায়সাল হাওলাদারদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com