শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

সাংস্কৃতিক অগ্ৰযাত্রায় ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার ২০২০ সেপ্টেম্বর মাসের ফলাফল ঘোষনা।

সাংস্কৃতিক অগ্ৰযাত্রায় ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার ২০২০ সেপ্টেম্বর মাসের ফলাফল ঘোষনা।

ইমরান হোসেন ইমু:
মুজিব জন্মশতবার্ষিকী’কে সামনে রেখে
নিউইয়র্কস্থ বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির উদ্যোগে করোনার ক্রান্তিলগ্নে কর্মহীন জাদুশিল্পীদেরকে উৎসাহ প্রদান করার প্রয়াসে তাদের সৃজনশীল চিন্তার মানোন্নয়ন প্রতিভার বিকাশ সম্প্রসারিত করতে সম্ভাব্য সহযোগিতার উদ্দেশ্যে প্রতিমাসে আমেরিকা থেকে ভার্চুয়াল জাদু প্রতিযোগিতা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার ৩য় পর্বের সেপ্টেম্বর মাসের ফলাফল ঘোষনা করা হয়েছে।

এই ব্যাপারে সংগঠনের সভাপতি খান শওকত বলেন,
বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির মূল উদ্দেশ্যে জাদুশিল্পীদের বিশ্ববাসীর নজরে আনা এবং তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি ও এই শিল্পের উন্নয়ন করা।

আমরা সবসময়ই বলেছি, শিল্পের বিচার করা খুবই কঠিন কাজ। জাদু প্রতিযোগিতায় সম্ভাব্য নির্ভুল সিদ্ধান্তের জন্য আমরা সবার মতামত নিয়েছি। আমরা দর্শকদের ভোট নিয়েছি, প্রতিযোগিদের ভোট নিয়েছি, সহযোগী সংগঠনসমূহের ভোট নিয়েছি, দেশী বিদেশী বিচারকদের ও উপদেষ্টাদের ভোট নিয়েছি। সবার মুল্যবান মতামতের ভিত্তিতে বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির নেতৃবৃন্দের সিদ্ধান্তে চুড়ান্ত ফলাফল তৈরী করা হয়েছে। যিনি বিজয়ী হতে পারলেন না, তার ম্যাজিক অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে তিনি একজন জাদুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন বিশ্বের দরবারে।

প্রতিযোগিতা মানেই কেউ হারবেন, আর কেউ জিতবেন। এতে সবাইকে খুশী করা যায় না। তবে সকল নিয়মে নিরপেক্ষভাবে বিচারের চেষ্টার কোনো ত্রুটি আমরা করিনি। আজ (২৫ সেপ্টেম্বর ২০২০) ঘোষনা হচ্ছে বাংলাদেশের ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার সেপ্টেম্বর মাসের ফলাফল। ১ম হয়েছেন: বরিশাল নিবাসী বিবেক বালা। ২য় হয়েছেন: পাবনা নিবাসী রাসেদ সিকদার। ৩য় হয়েছেন: ঢাকা নিবাসী মো: হান্নান মিয়া। ৩ বিজয়ীর কাছে সনদপত্র আমেরিকা থেকে প্রেরন করা হবে এবং বিজয়ীদের পুরস্কারের টাকা বিকাশ নাম্বারে আগামী ৫ দিনের মধ্যে পৌছে যাবে।

এই জাদু প্রতিযোগিতায় বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির সাথে সহযোগী সংগঠন হিসেবে আছে: ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান (রিং-২৭৯), ওয়ার্লড হিউম্যান রাইটস এ্যন্ড ডেভেলপমেন্ট (নিউইয়র্ক), জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), পি সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি (টাঙ্গাইল), শাহমনি জাদু একাডেমী (ঢাকা), রুপান্তর ম্যাজিক একাডেমী (শরিয়তপুর), কেরানীগঞ্জ ম্যাজিক সোসাইটি (ঢাকা), ভানুমতির খেল ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), সোসাইটি অব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান্স (কুয়েত), ভিশন ম্যাজিক একাডেমী (চট্টগ্রাম), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ (নিউইয়র্ক), সজিব ওয়াজেদ জয় পরিষদ (ঢাকা), বঙ্গবন্ধু থিয়েটার (নিউইয়র্ক), বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী (খুলনা), ইন্দ্রধনুস ম্যাজিক ইন্টারন্যাশনাল (কোলকাতা), বাংলাদেশ কালচারাল সোসাইটি (নিউইয়র্ক), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ (নিউইয়র্ক), বাংলাদেশী আমেরিকান পুলিশ ক্লাব (নিউইয়র্ক), ম্যাজিক সার্কেল অব বাংলাদেশ (ঢাকা) এবং বন্ধু ম্যাজিক একাডেমি (রংপুর)। আমাদের সনদপত্রে তাদের লোগো থাকছে।

আমাদের সম্মানীত বিচারক হিসেবে আছেন: কুয়েত নিবাসী বিখ্যাত জাদুশিল্পী ড. গুগামপো, কোলকাতা নিবাসী বিখ্যাত জাদুশিল্পী বি সুপ্রিয়, মিশর নিবাসী বিখ্যাত জাদুশিল্পী হ্যানি শো, রাশিয়া নিবাসী বিখ্যাত জাদুশিল্পী কিরন সাহা, বাংলাদেশ থেকে জাদুশিল্পী এবং অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, এবং বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সাধারন সম্পাদক জাদুশিল্পী পি কে বর্মন। এছাড়া জাদুশিল্পীদের প্রদর্শনকালের অভিনয়ের বিষয়ে নাম্বার দেবেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। আমাদের সনদপত্রে তাদের স্বাক্ষর থাকছে।

সহযোগি সংগঠন থেকে যারা সহযোগি বিচারক হিসেবে আছেন, তারা হলেন: প্রিন্স আলমগীর, লায়ন মতিউর রহমান টিপু, আকতার হোসেন, খালেকুজ্জামান খান লাবু, শাহ শহীদুল হক, এ্যাড মাসুদুর রহমান, সোহাগ খান, মো: মাইনুল, নিখিল কুমার রায়, ঈসমাইল খান আনসারী, রাব্বী আলম, বাবু শাহ, আসগর হোসেন এবং রাশিদুল ইসলাম। আমরা সবাইকে সুযোগ দিতে চাই। করোনার এই দূর্দিনে জাদুশিল্পীদের মন ভালো রাখতে চাই। যে ৩ জন আজ বিজয়ী হলেন, তারা আর আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এই ৩ জন আমাদের সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশে কাজ করবেন।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ চ্যাপটারের জেনারেল সেক্রেটারি পি কে বর্মন বলেন, করোনায় জাদুশিল্পীদের কোন শো নাই, কর্মহীন এই শিল্পীদের কোনো উপার্জন নাই তাঁরা বিষন্নতায় ভুগছেন।
যাঁরা সারাজীবন মানুষকে বিনোদন দিয়ে সবার জীবনকে আনন্দময় করেছেন, কিন্তূ ভাগ্যের পরিহাসে এরাই আজ দিশেহারা শিল্পী হলেও এদেরকেও পারিবারিক দায় দায়িত্ব বহন করতে হয়। এদেরকে উৎসাহ দেয়া দরকার। অন্যান্য শিল্পীদের মতো এরাও বেশ অভিমানী। মনে কষ্ট নিয়ে বসে থাকবে, কিন্তু কারো কাছে হাত পাতবে না। সবকিছু বিবেচনা করে এদের উৎসাহ, আনন্দ ও কল্যানে বাংলাদেশের ও প্রবাসের একদল জাদুশিল্পীর সহযোগিতায় এভাবে প্রতিমাসে নিয়মিত প্রতিযোগিতা চলবে।
যারা বিজয়ী হবেন, তাদের নিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক উদ্যোগ নেয়ার পরিকল্পনা আছে। যোগ্য শিল্পীরা এগিয়ে যাবেন। এই করোনাকালে ঘরে বসে আপনার মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিমাসে আয়ের সুযোগ নিন এবং বিশ্বব্যাপী আপনার প্রদর্শনী পৌঁছে দিন।।

অক্টোবর মাসের প্রতিযোগিতা শুধুমাত্র ভারতীয় প্রতিযোগিদের জন্য অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রতিযোগিকে আগামী ১লা সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর এর মধ্যে কনজুরিং ম্যাজিকের সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও পাঠাতে হবে। ভিডিওতে কোন প্রকার এডিটিং করা যাবেনা। নির্ধারিত ম্যাজিক কম্পিটিশন ইন বাংলাদেশ এ্যান্ড ইন্ডিয়া ফেসবুক গ্রুপে অনলাইন জাদু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই গ্রুপেই প্রতিযোগিদের ভিডিও থাকবে। এখানে দর্শকদেরও মতামত নেয়া হবে। যে সকল প্রতিযোগীর ভিডিও থাকবে দর্শকরা যে কেউ বিচারক হিসেবে তাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে ১ থেকে ১০ এর মধ্যে নাম্বার দিতে পারবেন। সর্বোচ্চ নং ১০ এবং সর্বনিম্ন ১ নং। দর্শকরা ভোট দেবেন, প্রতিযোগিরা ভোট দেবেন, সহযোগি সংগঠনের কর্মকর্তারা ভোট দেবেন, বিচারক মন্ডলী ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ভোট দেবেন, এরপর সবার ভোট এক করে সিদ্ধান্ত নেয়া হবে। প্রতিমাসের ২১ থেকে ২৪ তারিখ বিচার বিবেচনা চলবে। ২৫ তারিখে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। ৩০ তারিখে বিকাশে টাকা পেয়ে যাবেন বিজয়ীরা। তাদের সনদপত্র আমেরিকা থেকে পাঠানো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাছ থেকে কোন রেজিষ্ট্রেশন ফিস নেয়া হবে না। বিজয়ীদের ১ম পুরস্কার: ৩,০০ টাকা ও সনদপত্র। ২য় পুরস্কার: ২,০০০ টাকা ও সনদপত্র। ৩য় পুরস্কার ১,০০০ টাকা ও সনদপত্র। নভেম্বর মাসে আবারো বাংলাদেশী জাদুশিল্পীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

খান শওকত বলেন: আমি ১৯৯০ সাল থেকে আমেরিকাতে জাদু প্রদর্শনী করছি। বিভিন্ন দেশের জাদুশিল্পীদের সাথে আমার পরিচয় আছে। বাংলাদেশের জাদুশিল্পের কল্যানে আমরা সকল জাদু সংগঠন এবং সকল জাদুশিল্পীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন, সবার অংশগ্রহনে একটি সফল প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন করি, এবং বাংলাদেশে পিছিয়ে থাকা একদল সম্ভাবনাময়ী তরুনকে বিশ্বের সামনে নিয়ে আসি।

*বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি নিউইয়র্ক ‘ইউএসএ’ এর প্রেসিডেন্ট জাদুশিল্পী খান শওকত
ফোন: (৯১৭) ৮৩৪৮৫৬৬
*বাংলাদেশ চ্যাপ্টার এর দায়িত্ব আছেন জেনারেল সেক্রেটারি জাদুশিল্পী পি. কে বর্মন।
ফোন: ০১৭১৫ ১৩৪ ২৬০.
*ইন্ডিয়া চ্যাপটারের দায়িত্বে আছেন: জেনারেল সেক্রেটারি জাদু অভিনেতা বি. সুপ্রিয় ফোন: ৮৯৮ ১৮৮ ৭৬০৬

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host