সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সাইফুর রহমানের বার- এট – ল ডিগ্রি লাভ
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান,ও সংবাদ সবসময় বিডি ডটকম, এবং দৈনিক আলোর জগত পএিকার আইন বিষয়ক উপদেষ্টা সাইফুর রহমান। তিনি লন্ডনের ঐতিহ্যবাহী আইন শিক্ষা প্রতিষ্ঠান লিংকন্স ইন্ থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রী লাভ করেন। উল্লেখ্য,
গতকাল ২৩ শে নভেম্বর লন্ডনের সময় ২ ঘটিকার সময় সেখানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘দি অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন’ থেকে কৃতিত্বের স্বরুপ ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি গ্রহণ করেন। তিনি পুরান ঢাকার আহমদ বাওয়ানী স্কুল এন্ড কলেজ থেকেএস,এস,সি ও ইম্পেরিয়াল কলেজ এইচ,এস,সি পাশ করেন। নর্দাণ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করেন।ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইনে সেকেন্ড অনার্স ও লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স এবং বার এট ল ডিগ্রি করেন। তিনি সিনিয়র সাংবাদিক ও সফল সংগঠক, মোস্তাফিজুর রহমান মোস্তাকের ছোটভাই।সাইফুর রহমান সকলের নিকট দোয়াপ্রার্থী