সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ ১৯ জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত নাসিমের জেষ্ঠ্যপুত্র সিরাগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন ও আওয়ামী লীগ নেতা এম এ করিম।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীরমুক্তি যোদ্ধা মো.আফসার উদ্দিন আফসু, শিক্ষক সমিতির সভাপতি মো.আমিনুল ইসলাম, ছাত্র নেতা মো.আরিফুল ইসলাম আরিফ,বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মজিবুর রহমান মজিব,মো. নাসির উদ্দিন, যুগ্ন সাধারণ শ্যামল কান্তি নাগ,রোকন উদ্দিন পাঠান,অর্থ সম্পাদক আলভি সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব,মানবাধিকার বিষয়ক সম্পাদক সরকার আলম, মোঃ ফয়েজ উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত আওয়ামী লীগ নেতা নাসিমের বর্ণঢ্য রাজনৈতিক জীবন, রাজণীতির
বিচক্ষনতা,তার সমাজণীতি ও গণমানুষের সাথে তার সখ্যতা নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং তার মতাদর্শের রজণীতির ভুয়সী প্রসংশা করেন। #
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com