শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সিরাজদিখানে শিক্ষার্থীদের মানববন্ধন,
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাম্প্রতিক সারাদেশের গণধর্ষণ ও নারী নির্যাতন ও নিপিড়নের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজদিখানর প্রতিবাদী ছাত্র জনতার উদ্যোগে উপজেলা মোরের রাস্তায় ঘন্টা ব্যপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের ও কলেজের শিক্ষার্থীসহ ওইলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত ধর্ষন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান হয়। এছাড়াও সমাবেশে সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আহবায়ক হিমেল মল্লিকের নেত্রীত্বে ছাত্রদের একটি দল শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।