রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
মোঃ ফয়সাল হাওলাদার
১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম জীবন ৩১ মার্চ ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের বন্দরে সংবাদ সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়। এছাড়াও সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, উপদেষ্টা মোঃ আলমগীর গনি, মোঃ আবুল বাসার মজুমদার, সহ সভাপতি মোঃ জামাল হোসেন,মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, নীতি নির্ধারক সদস্য মোহাম্মদ মন্জুর হোসেন, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো,সহকারী মহাসচিব মোঃ সরকার জামাল হোসেন, মোঃ ফয়সাল হাওলাদার
সম্পাদক বিডিসি ক্রাইম বার্তা
মহাসচিব বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)কেন্দ্রীয় পরিষদ, সিনিয়র ক্রাইম রিপোর্টার দৈনিক প্রতিদিনের কাগজ। সাংগঠনিক সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, অর্থ সচিব মোঃ আবেদ আলী, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা বিভাগের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান প্রধান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহমেদ আলী সহ নেতৃবৃন্দ। মানববন্ধনে নেতৃবৃন্দ রাসেল ইসলাম জীবন সহ সারা দেশে সাংবাদিক দের উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।