সিরাজদিখানে চারশত টাকার জন্য মারা মারির অভিযোগ আহত-২জন
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চারশত টাকার জন্য মেরে দুই জনকে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামে। আহতরা হলেন কুমারখালী গ্রামের মৃত আমীর আলীর ছেলে মো. সাত্তার গাজী (৩৮) মেয়ে সমলা বেগম (২৫)। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বয়রাগাদী ইউনিয়নের কুমরাখালী গ্রামের সুরুজ গাজীর ছেলে মো. নাইম (২০), আসাদুল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ (২৩), খোরশেদ গাজীর ছেলে মো. হাফিজ উল্লাহ (২৬), সাহা গাজীর ছেলে মো. আরিফ হোসেন (১৯), মো. সুমন (২৭), শাহজালালের ছেলে ইমন (২২) গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টায় অভিযোগকারী আবদুস সাত্তারের বসত বাড়ির সামনে এসে অভিযুক্ত শাহজালালের ছেলে ইমন (২২) অভিযোগের বাদী মো. সাত্তারের পকেট থাকা চারশত টাকা জোর করে নিয়ে যায়। এ সময় সাত্তার প্রতিবাদ করলে বিবাদীগন সাত্তারকে মেরে গুরুতর আহত করে। সাত্তারের ডাক চিৎকারে বোন সমলা বেগম এগিয়ে আসলে অভিযুক্তরা সমলা বেগমকেও কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযোগের সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ওই মারপিটের ঘটনায় উভয় পক্ষের লোক আহত হয়েছে। তদন্ত চলছে, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com