আন্তর্জাতিক ডেস্ক :
সীমান্তে পাক বাহিনীর হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। পাক-ভারত সীমান্ত রেখায় অবস্থিত তাত্তা পানি সেক্টরে ভারতীয় বাহিনীর চেকপয়েন্টে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ হামলায় ভারতীয় বাহিনীর চেকপয়েন্টটি পুরোপুরি ধ্বংস যায়।
বৃহস্পতিবার দিবাগত রাতে পাক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইট বার্তায় এ খবর জানান।
আইআসপিআর এর দাবি, চেকপন্টে ভারতীয় বাহিনীর পাকিস্তানের সাধারণ নাগরিকদের লক্ষবস্তু করে আসছিল। এ হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলায় এক স্কুল ভ্যান চালক নিহত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়গুলোতে দুদেশের মাঝে সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে দুদেশের সীমান্তরক্ষীদের মাঝে। গত ১০ ফেব্রুয়ারিতেও পাক বাহিনীর হামলায় ৫ ভারতীয় সেনা নিহত হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com