শামীম আহম্মেদ :
স্থায়ীভাবে স্কুল প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছেন কেরাণীগঞ্জের শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার আবেদন জানিয়ে তাদের সাথে যোগ দিয়েছেন এসব প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ও শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গত কাল রবিবার সকালে কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার- ফ্যাস্টুনসহ রাজপথে দাড়ায় তারা।
প্রতিবন্ধী শিশুদের অভিভাবক -শিক্ষক ও এলাকাবাসীর সাথে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.জাকির হোসেন মাসুম, বাংলাদেশ প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক ডা.এমএইচ হোসেন,ডা.সৈয়দ এমএ সোবাহান,আওয়ামী লীগ নেতা মো.রজ্জব আলী, মো.আবুল কাশেম,মাহবুব হোসেন, শেখ ওসমান হারুন উজ্জল,হাসান আল মাহমুদ লিটন প্রমুখ।
কেরাণীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.জাকির হোসেন মাসুম বলেন, দারিদ্র বিমোচন ও প্রতিবন্ধকতা দূরীকরনের লক্ষে দীর্ঘদিন যাবৎ আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। আমাদের প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে স্বাস্থ্য ও আইনি সেবা প্রদান করা হয়। কিন্তু আমাদের এ প্রতিষ্ঠিত স্কুল একজায়গায় বেশীদিন রাখতে পারছিনা। এটি করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। আমরা যেখানেই যাই সেখান থেকেই আমাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে। তাই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এসকল অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী স্কুল প্রতিষ্ঠার জোড় দাবি জানাচ্ছি ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com