সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি শহীদুল ইসলাম @ শহীদ (৪৫)’কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
১। *গতকাল ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায়* র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন শুভাড্ডা উত্তর পাড়া* এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সেশন মামলা-১০২/১০, জিআর-২৬/০৯ (নলছিটি), ধারা-৩০২ পেনাল কোড; হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি *শহীদুল ইসলাম @ শহীদ (৪৫),* পিতা-আঃ ছত্তার হাওঃ, সাং-শ্যামপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল‘কে গ্রেফতার করে।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।
৩। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।