রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
হাজী ও আকন গ্রুপের দন্ডে এবার আহত হারুন ঢালীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে হাজী ও আকন গ্রুপের দন্ডে আহত হারুন ঢালী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টায় মৃত্যু বরন করেন।পূর্ব শত্রুতার জের ধরে গত কয়েকদিনের ঘটনায় এই এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের বিরোধে কয়েকটি হত্যার ঘটনা ঘটে।
২৬ই মার্চ ভোর ৭ টার সময় টিঠির চর এলাকার বাসিন্দা হারুন ঢালী কে বাড়ী থেকে ডেকে নিয়ে বোমা বিস্ফোরণ করে হাজী গ্রুপের লোকজন এমনটাই অভিযোগ করেন নিহত হারুন ঢালীর পরিবার।
এই বিষয় মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন এমন ঘটনার কথা শুনেছি তবে এটা কালকিনি থানাধীন ঘটেছে বলে একটি সূত্রে জেনেছেন তিনি।